তেলিয়ামুড়া, ১৪ মে : টমটম এবং স্কুটির সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত শিশু, মহিলা, পুরুষ সহ মোট আটজন। ঘটনা শনিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকায়।
সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়ক ধরে যাত্রী নিয়ে যাচ্ছিল একটি টমটম সেই সময় নেতাজি নগর এলাকায় টমটমটির সঙ্গে একটি স্কুটির ভয়াবহ সংঘর্ষ হয়। যান দুর্ঘটনায় স্কুটিতে থাকা স্কুটির চালক যাত্রী সহ টমটমে থাকা লোকজনের আহত হয়। এই দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে ছুটে আসে এলাকার লোকজন এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে শিশু মহিলা পুরুষ সহ মোট আটজন আহতকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহতদের নাম লিটন দেবনাথ, রঞ্জন দেবনাথ, শান্তি গোয়ালা, মনি ধর, ইমরান মিয়া, সায়ন্ত রায়, পূজা মজুমদার এবং কানু রায়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আহতদের নিয়ে গেলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে শুরু হয় আহতদের চিকিৎসা। এর মধ্যে লিটন দেবনাথ ও রঞ্জন দেবনাথের অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়।
এই ভয়াবহ যান দুর্ঘটনা'কে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা নেতাজিনগর এলাকায়।
0 মন্তব্যসমূহ