Advertisement

Responsive Advertisement

আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত


আগরতলা, ৭ মে ২০২৩: আগরতলা প্রেস ক্লাব ও ইল্যুশান এর যৌথ উদ্যোগে এবং রেডক্লিফ ল্যাব-এর সহযোগিতায় আজ, রবিবার আগরতলা প্রেস ক্লাবে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিবিরে বিনামূল্যে ব্লাড সুগার ফাস্টিং ও পি পি, লিপিড প্রোফাইল ও থাইরয়েড প্রোফাইল পরীক্ষা করা হয়েছে। শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ইল্যুশন-এর প্রতিনিধি সুমিত মল্লিককে এবং যুগ্ম সচিব কমল চৌধুরী রেডক্লীফ-এর কর্ণধার প্রীতম সাহাকে উত্তরীয় ও স্মারক উপহারে সংবর্ধনা জানান। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় অর্ধশত সাংবাদিক ও চিত্রসাংবাদিকরা অংশগ্রহন করছেন। আগরতলা প্রেসক্লাবের কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য কার্যকরী সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। একনাগাড়ে ব্যক্তিগত রেকর্ড সংখ্যক রক্ত সংগ্রহের নজির গড়ে দারুন সহযোগিতা করেন ল্যাব টেকনিশিয়ান রিমি সেন। সহযোগিতায় ছিলেন নার্সিং স্টাফ রোজিনা আক্তারও। স্পন্সরের ভূমিকায় ছিল ক্রিয়েশনস্ হেয়ার স্টুডিও।
ইল্যুশন-এর কর্ণধার রূপম রায় ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যশিবির জারি থাকবে বলে দূরাভাষে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস ক্লাবের উদ্যোগে এ ধরনের ব্যাপক সাড়া সমন্বিত স্বাস্থ্য শিবির সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত হয়েছে বলে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, যুগ্ম সম্পাদক অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ