Advertisement

Responsive Advertisement

নয়াদিল্লিতে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ এপ্রিল : মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতের সময় রাজ্যের মহিলা ও শিশুদের কল্যাণে যে সমস্ত প্রস্তাব কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকে বিবেচনাধীন রয়েছে সেগুলোর অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী শ্রী সাহা কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।

সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রসমূহ বন্ধ রয়েছে সেগুলো দ্রুত চালু করার বিষয়েও কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন। তাছাড়াও মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি সার্ভিস স্কিমের অধীনে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও অনুরোধ জানান। রাজ্যের প্রত্যন্ত এলাকার অ্যাসপিরেশনাল ব্লক রইস্যাবাড়ি, শিলাছড়ি এবং গঙ্গানগর আর ডি ব্লকে তিনটি নতুন আই সি ডি এস প্রজেক্ট চালু করার জন্য যে প্রস্তাব পাঠানো হয়েছে তা বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয়মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি সার্ভিস স্কিমের অধীনে অতিরিক্ত পুষ্টি প্রদানের ক্ষেত্রে মূল্য সংশোধন এবং হার বৃদ্ধি করা, মহিলা ও শিশুদের জন্য ১০০ শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হাসপাতাল নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ