আগরতলা, ৯ এপ্রিল : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করলো আসাম রাইফেলস।
রবিবার পশ্চিম জেলার হেজামারায় মুন্ডা পাড়ার একটি বাড়ির অভিযান চালায় আসাম রাইফেলস। তারা উঠোনে মাটির তলায় লুকিয়ে রাখা গাঁজা খুঁড়ে বের করে। সব মিলিয়ে প্রায় ৮০০ কেজি গাঁজা আটক করেছে। এগুলির বাজার মূল্য প্রায় ২.৪ কোটি টাকা। সেই সঙ্গে এর সঙ্গে জড়িত দুই নেশা কারবারি আকাশ রবি ও চিত্তরঞ্জন মুন্ডা নামে দু'জনকে আটক করেছে।
অভিযান শেষে গাঁজাসহ আটক দুই নেশা কারবারিকে সিধাই থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নেশা বিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ