আগরতলা, ২১ফেব্রুয়ারি: রাজধানী আগরতলার জয়নগর এলাকায় একবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতার নাম শিপ্রা সাহা (৩৮)। মঙ্গলবার সকালে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তার স্বামী সুব্রত সাহা পূর্ত দফতরে কর্মরত। তাদের ছেলের অভিযোগ তার মায়ের উপর লাগাতর নির্যাতন করতো বাবা। মায়ের মৃত্যু নিয়েও ছেলের সন্দেহ বাবার দিকে। জিবি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর দেহটি তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
এ বিষয়ে ছেলে এবং মৃত মহিলার স্বামীর বক্তব্য শুনতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন। https://fb.watch/iQo3b_F-wY/
0 মন্তব্যসমূহ