Advertisement

Responsive Advertisement

নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে শান্তি রক্ষার শপথ

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি: ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩ সুষ্ঠ, অবাধ, শান্তিপূর্ণ এবং সহিংসতা মুক্ত করতে নির্বাচন কমিশন নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অঙ্গ হিসাবে রবিবার সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে এক সর্বদলীয় শান্তি সভা অনুষ্ঠিত হয়। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শান্তি সভায় সভাপতিত্ব করেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস।
   সভায় ভোট গণনার উপর বিস্তারিত আলোচনা হয়। মহকুমা শাসক শ্রী দাস বলেন ভোট গণনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ২ মার্চ, ২০২৩ ভোট গণনার দিন ড্রাই-ডে ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাউন্টিং এজেন্টরা ভোট গণনা হলে প্রবেশ করবেন। সভায় ভোট গণনা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট এলাকায় শান্তি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। অহিংসা ও শান্তির পক্ষে আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি, ২০২৩ প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে শান্তিসভা আয়োজনে নির্বাচন কমিশনের উদ্যোগের উপর সকল দলের প্রতিনিধিরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভোট গণনা পরবর্তী সময়ে শান্তি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ হন। সভায় সকলে শান্তি রক্ষায় শপথ পাঠ করেন। সভা শেষে সকলে একসঙ্গে মিলে পায়রা এবং বেলুন উড়িয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ