Advertisement

Responsive Advertisement

শান্তিরবাজার ও খোয়াইয়ে অমিত শাহের সভা স্থলের প্রস্তুতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ৪ ফেব্রুয়ারি: নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ফের একবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী অমিত শাহ। আগামী ৬ ফেব্রুয়ারি সোমবার রাজ্য সফরে এসে দক্ষিণ জেলা ও খোয়াই জেলায় পৃথক দুটি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় গৃহ মন্ত্রী। ভারতীয় জনতা পার্টির শীর্ষ কেন্দ্রীয় নেতার সফর নিষ্কণ্টক করতে শনিবার সরেজমিনে দক্ষিণ জেলার শান্তিরবাজার এবং খোয়াইয়ের সভা স্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সেই সঙ্গে অমিত শাহের সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলের কার্যকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী আসন্ন নির্বাচনে ৫০টির অধিক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। 
           ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। আসন্ন নির্বাচনে নিজ নিজ দলের প্রার্থীদের সমর্থনে রাজ্যে আসতে শুরু করেছেন বিভিন্ন দলের তারকা প্রচারকগন। যদিও ভোট প্রচারের লড়াইয়েও বিরোধী শিবিরকে টেক্কা দিয়ে চলছে শাসক ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই প্রচারের জন্য রাজ্যে এসেছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, বলিউড তারকা মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য তাবড় তাবড় নেতাগণ। এরমধ্যে ফের একবার দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যে আসছেন কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী অমিত শাহ। আগামী সোমবার ৬ ফেব্রুয়ারি রাজ্যে এসে দক্ষিণ জেলার শান্তিরবাজার ও খোয়াই জেলার খোয়াইয়ে দুটি পৃথক জন সমাবেশে জনতার উদ্দেশ্যে সম্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় গৃহ মন্ত্রীর আসন্ন সফরকে নিষ্কণ্টক করতে শনিবার শান্তিরবাজার ও খোয়াইয়ের জন সমাবেশ স্থল সরেজমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন তিনি প্রথমে শান্তিরবাজারের সমাবেশ স্থল ঘুরে দেখেন। শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় গৃহ মন্ত্রীর সমাবেশ। সেখানের যাবতীয় প্রস্ততি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। 
         পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা: সাহা জানান, আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের লক্ষ্যে ৬ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন ডায়নামিক নেতা তথা কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী অমিত শাহ। রাজ্যে এসে দুটি জনসভায় সম্বোধন করবেন তিনি। সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই এখানে আসা। এর পাশাপাশি আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ৫০টির অধিক আসনে জয়ী হবেন। যা একটা সুনামির মতো হবে বলেও মন্তব্য করেন তিনি। অনুরূপভাবে এদিন খোয়াইয়ের প্রস্তুতিও খতিয়ে দেখেন। খোয়াই এয়ারপোর্টে হবে অমিত শাহের জনসভা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ