আগরতলা, ১৯ফেব্রুয়ারী : রাজ্যে নির্বাচন উত্তর রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপি বিশেষ ৮টি কমিটি গঠন করেছে। রাজ্যের ৮টি জেলার জন্য ৮টি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলো নিজ নিজ জেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করবে এবং রিপোর্ট তৈরি করে তা প্রদেশ নেতাদের কাছে পাঠাবে। রবিবার কমিটির কমিটির ঘোষণার কথা জানিয়েছেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার রিলিজ করে এ কথা জানিয়েছেন।
তাদের বিজ্ঞপ্তিটি নিম্নরূপ।
প্রেস বিজ্ঞপ্তি
বামফ্রন্ট এবং কংগ্রেস নিজেদের রাজনৈতিক মতাদর্শকে পাথেয় করে রাজনৈতিক হিংসা ও হত্যার প্ররোচনা দিতে শুরু করেছেন। দীর্ঘদিন কংগ্রেস এবং বামফ্রন্ট একে অপরের বিরুদ্ধে হিংসা সংঘটিত করার পরেও শুধুমাত্র ব্যক্তিগত লাভালাভের অংকে এবারের বিধানসভা নির্বাচনে জোট করে অংশগ্রহন করেছেন। ক্ষমতায় ফেরার ন্যূনতম সম্ভাবনাও বিলীন হতেই এই অশুভ বামগ্রেস জোট মানুষের উপর নামিয়ে এনেছেন এক পৈশাচিক অত্যাচার। সারারাজ্যে সাধারন মানুষ থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি দলের কার্যকর্তারা আক্রান্ত হচ্ছেন। বিজেপির প্রদেশ নেতৃত্ব এই উদ্ভুত পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনোত্তর সন্ত্রাস মোকাবিলায় প্রদেশ সভাপতি কর্তৃক জেলাভিত্তিক কমিটি গঠন করেছেন। আগামীকাল থেকে এই কমিটির সদস্যরা বিভিন্ন জেলা সফর করবেন এবং বিস্তারিত রিপোর্ট সভাপতির নিকট পেশ করবেন।
0 মন্তব্যসমূহ