বিলোনিয়া, ১ফেব্রুয়ারী : বুধবার ৩৪-রাজনগর (এসসি), ৩৬-বিলোনীয়া এবং ৩৭-ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক টি এন হরিহরণ বিলোনীয়া মহকুমা শাসকের অফিস কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এক সভা করেন। উপস্থিত ছিলেন এই তিন বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারগণ। সভায় পর্যবেক্ষক রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানান, নির্বাচন সংক্রান্ত কোন অভিযোগ স্ব স্ব বিধানসভা কেন্দ্রের জন্য খোলা হেল্পলাইন নম্বর বা হোয়াটসআপ নম্বরে জানাতে পারেন। তিনি আরও জানান, ৮ ফেব্রুয়ারি পোষ্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে। তাছাড়া যেসব ভোটার শয্যাশায়ী বা চলাচলে অক্ষম তাদের ভোট নির্দিষ্ট নিয়ম মেনে বাড়িতে গিয়ে গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ