Advertisement

Responsive Advertisement

গবেষণা বলছে উল বুনলে মানসিক চাপ দূর হয়


আগেকার সময়ে দোকান থেকে কিনে আনা শীত পোশাকের বদলে গায়ে উঠতো মা-ঠাকুরমার হাতে বোনা শীত পোশাক। রং-বেরঙের সেসব শীত পোশাক উষ্ণ মমতা হয়ে ঘিরে থাকতো যেন। কিন্তু এখন সেই চল নেই বললেই চলে। কী জানি কেন যেন এখন আর তাদের হাতে এখন আর উল বুনতে দেখা যায় না। বরং বাইরে থেকে কেনা নানা শীত পোশাকেই কাটে আমাদের শীতকাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ