Advertisement

Responsive Advertisement

কাঞ্চনপুরে বিজেপির জনসভা, মুখ্যমন্ত্রীর ডাক— “চলো এডিসি, সবার জন্য এডিসি”



আগরতলা, ১০ জানুয়ারি : এডিসি নির্বাচনের আগে জনজাতিদের উন্নয়নকে সামনে রেখে বিজেপির প্রচার আরও জোরালো হলো কাঞ্চনপুরে। শনিবার কাঞ্চনপুর নতুন মোটরস্ট্যান্ড প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজেপির বিশাল জনসভা থেকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আহ্বান জানালেন— “চলো এডিসি, সবার জন্য এডিসি”। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে জনজাতিদের সার্বিক উন্নয়নে কাজ করছেন, রাজ্য সরকারও সেই দিশাতেই এগিয়ে চলেছে।
মুখ্যমন্ত্রী তার বক্তব্যে রাজ্যের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিজেপি সরকার অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। সাধারণ মানুষের সহযোগিতায় রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ শান্তি চায়। রাজ্যে কোথাও অশান্তি সৃষ্টি হলে আইন মেনেই প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করা হবে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজ্যের প্রায় সর্বত্র জনজাতিদের উন্নয়ন হচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে, তবে জনজাতিরা বুঝে গেছেন— প্রকৃত উন্নয়ন কেবল বিজেপি সরকারই করতে পারে। পাশাপাশি তিনি জানান, গত ২০ বছরে রাজ্যে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে বর্তমানে প্রায় ৮.৩ শতাংশে নেমে এসেছে।
এদিনের জনসভায় মুখ্যমন্ত্রীর হাত ধরে সিপিআইএম, আইপিএফটি ও টিপরা মথা দল ছেড়ে ৩৩৮ পরিবারের ৭৫৯ জন ভোটার বিজেপিতে যোগদান করেন, যা কাঞ্চনপুরে রাজনৈতিক উন্মাদনা আরও বাড়িয়ে তোলে।
জনসমাবেশে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, বিজেপি নেতা বিপিন দেববর্মা, জনজাতি মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক স্বপন রায় রিয়াং, উত্তর জেলার সভাপতি কাজল দাস, কাঞ্চনপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র করসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ