Advertisement

Responsive Advertisement

মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক, ৪৫ দিনের আন্দোলনে নামছে কংগ্রেস





আগরতলা, ১০ জানুয়ারি : মনরেগা ও জি রামজি প্রসঙ্গকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র রাজনৈতিক তরজা চলছেই। এই আবহে ‘মনরেগা বাঁচাও সংগ্রাম’ স্লোগান তুলে দেশজুড়ে আন্দোলনে নামার ঘোষণা করল কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস কমিটির (AICC) নির্দেশে মনরেগা রক্ষার দাবিতে ৪৫ দিনের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান, কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে মনরেগা প্রকল্পকে দুর্বল করার চেষ্টা করছে। রেগা থেকে গান্ধীজীর নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, শনিবার থেকেই রাজ্যজুড়ে এই ৪৫ দিনের আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস প্রস্তুতি বৈঠক সম্পন্ন করেছে এবং আন্দোলন পরিচালনার জন্য একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে।
আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজ্যের প্রতিটি জেলায় গণঅবস্থানসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ওই কর্মসূচিতে কংগ্রেসের নেতা-কর্মীরা অংশ নিয়ে মনরেগার পক্ষে জোরালো দাবি তুলবেন এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।
প্রবীর চক্রবর্তী আরও বলেন, “মনরেগা দেশের গরিব মানুষের রুজি-রুটির ভরসা। এই প্রকল্পকে ধ্বংস করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে কংগ্রেস রাস্তায় নেমে লড়াই করবে।”
কংগ্রেসের এই আন্দোলন কর্মসূচিকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ