Advertisement

Responsive Advertisement

ভারত এখন প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর: রতন লাল নাথ





আগরতলা, ১০ জানুয়ারি: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, ভারত এখন অন্যের ওপর নির্ভরশীল নয় কারণ ভারত এখন প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর।
আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত স্বদেশী মেলা ২০২৬-এ কৃষি মন্ত্রী এই কথা বলেন। 
তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। এখন ভারত বলছে ‘আমরা পারব’, যা স্বদেশী মেলায় প্রমাণিত হয়েছে। আগে অন্যরা বলতো ভারতকে শুনতে হতো , কিন্তু এখন ভারত বলছে এবং অন্যরা শুনছে। আমাদের দেশ এখন অন্যের ওপর নির্ভর নয় এবং সবক্ষেত্রেই আত্মনির্ভর। আমরা কৃষি, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদিতে স্বয়ংসম্পূর্ণ। ভারত এখন ভিন্ন। আমাদের দেশ বিশ্বকে পথ দেখাচ্ছে।
মন্ত্রী বলেন এই পরিবর্তনের পেছনে সাধারণ মানুষের পরিশ্রম, কৃষকের শ্রম, শ্রমিকদের কাজ, যুবকদের যোগ্যতা এবং মাতাদের অবদান রয়েছে।
তিনি বলেন যখন আমরা স্বদেশী পণ্য ব্যবহার করি, তখন অর্থ দেশে থাকে, শিল্প বিকশিত হয়, আর দারিদ্র্য কমে। আমাদের এটি ভাবা এবং বোঝা উচিত। আমরা এমন রাজনীতি চাই না যা কৃষক, শ্রমিক এবং যুবকদের অবহেলা করে। আমরা এমন রাজনীতি চাই যেখানে গ্রামে শিল্প বিকশিত হয়, নারী স্বনির্ভর হয়, এবং যুবকরা কর্মসংস্থান পায়। স্বদেশী মেলা তার একটি উদাহরণ। স্বদেশী মানে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া। এই উদ্যোগটি সত্যিই গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে পূর্বাশা আগেও ছিল ; ২০২৪-২৫ সালে এটি ৮.৬৯ কোটি টাকার পণ্য বিক্রি করেছিল, এবং ২০২৫-২৬ সালে ৭.৭৭ কোটি টাকার, আর ২০১৮ সালের আগে এটি বছরে মাত্র ৩.৫০ কোটি টাকার পণ্য বিক্রি করত। ‘ভোকাল ফর লোকাল’ খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, রাজ্যে মোট ৫৪,৬২৭টি স্বসহায়ক দল (Self Help Groups) রয়েছে, যার সদস্য সংখ্যা ৪.৮৯ লাখ। ২০১৮ সালের আগে প্রায় ৩,৫০৬টি গ্রুপকে ৪.২৬ কোটি টাকার রিভলভিং ফান্ড দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সরকার ৩৬,৫৩০টি গ্রুপকে ৭৫ কোটি টাকা প্রদান করেছে। এটাই আত্মনির্ভরতার উদাহরণ। এটাই ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর অর্থ। আমাদের উচিত স্বনির্ভর সহায়ক সংস্থা, স্টার্টআপকে সমর্থন করা এবং স্বদেশী পণ্য ব্যবহার করার প্রতিশ্রুতি দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ, চিফ হুইপ ও বিধায়ক কাল্যাণী সাহা রায়, মেয়র ও বিধায়ক দীপক মজুমদার এবং অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ