Advertisement

Responsive Advertisement

জনকল্যাণে অনন্য সাফল্য, স্কচ পুরস্কারে ভূষিত ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন



আগরতলা, ১০ জানুয়ারি: জনকল্যাণমূলক কাজে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় স্তরের মর্যাদাপূর্ণ স্কচ পুরস্কার অর্জন করল ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন (টিআরএলএম)। কেন্দ্রীয় প্রকল্প “তৃপ্তি”-র মাধ্যমে রাজ্যের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোর জীবিকা নির্বাহের মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার জন্যই এই সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার নতুন দিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে টিআরএলএম-এর সিইও তড়িৎ কান্তি চাকমা (আইএএস) আনুষ্ঠানিক ভাবে এই পুরস্কার গ্রহণ করেন। জাতীয় স্তরের এই স্বীকৃতি রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র বিমোচনের ক্ষেত্রে টিআরএলএম-এর ধারাবাহিক ও কার্যকর উদ্যোগকে আরও একবার প্রতিষ্ঠা করল।
উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্প “তৃপ্তি”-র মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী গঠন, আয়বর্ধক কার্যক্রমে প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ সুবিধা, বাজার সংযোগ এবং দক্ষতা উন্নয়নের মতো একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারগুলি স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এবং তাঁদের জীবনযাত্রার মানে এসেছে দৃশ্যমান পরিবর্তন।
টিআরএলএম-এর এই সাফল্যে রাজ্যের বিভিন্ন মহলে খুশির হাওয়া বইছে। প্রশাসনিক মহলের মতে, এই পুরস্কার রাজ্যের গ্রামীণ উন্নয়ন মডেলকে জাতীয় স্তরে তুলে ধরেছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের পথ প্রশস্ত করবে।
বিশেষজ্ঞদের অভিমত, টিআরএলএম-এর এই অর্জন শুধু একটি সংস্থার সাফল্য নয়, বরং ত্রিপুরার গ্রামীণ সমাজের অগ্রগতির প্রতিফলন। আগামী দিনে এই অভিজ্ঞতা ও সাফল্যকে পুঁজি করে রাজ্যে দারিদ্র বিমোচন ও আত্মনির্ভরতার লক্ষ্য আরও সুদৃঢ় হবে—এমনটাই আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ