Advertisement

Responsive Advertisement

রিসোর্ট–রেস্টুরেন্টের আড়ালে চলছে বেআইনি কার্যকলাপ, সিধাই থানায় অভিযোগ স্থানীয়দের





আগরতলা, ৬ ডিসেম্বর : পশ্চিম জেলার বামুটিয়ার তালতলা ও মোহনপুরের গজারিয়া গ্রামের মাঝামাঝি স্থানে প্রায় তিন বছর আগে গড়ে ওঠা দ্যা ন্যাচারাল রিসোর্ট–এর বিরুদ্ধে নানান বেআইনি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে স্থানীয় মানুষের তরফে । দীর্ঘদিন ধরেই স্থানীয়রা রিসোর্টটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে শনিবার তারা সিধাই থানা পুলিশের দ্বারস্থ হন।
স্থানীয়দের অভিযোগ, রিসোর্টটি চালু হওয়ার পর থেকেই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং গ্রামজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাতে সন্দেহজনক লোকজনের আনাগোনা, উচ্চ শব্দে গান-বাজনা, অশালীন কর্মকাণ্ডসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম এলাকাবাসীর নিত্যদিনের উদ্বেগে পরিণত হয়েছে বলে তারা থানায় জানান।
শুক্রবার রিসোর্ট এর ব্যাপারে খোলা জায়গায় এক যুবক এবং যুবতীকে নগ্ন এবং আপত্তিকর অবস্থায় দেখতে পান এলাকার মহিলারা। তখন তারা এই কর্মকান্ডের বাধা দিলে এই ঘটনার সঙ্গে জড়িত যুবক একজন মহিলাকে ঘুসি মেরে গাল ফাটিয়ে চলে যায় বলেও অভিযোগ। অভিযুক্ত যুবকটিকে পালিয়ে যেতে সহায়তা করেছে রিসোর্ট কর্তৃপক্ষ বললেও অভিযোগ করেন এলাকার মানুষ।
অভিযোগকারীরা বলেন, “রিসোর্টটি তৈরি হওয়ার আগে আমাদের এলাকায় এমন পরিবেশ ছিল না। কিন্তু এখন প্রায় প্রতিদিনই নতুন নতুন ঝামেলা দেখা দিচ্ছে। ছোট-বড় সবার নিরাপত্তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।”
এ ঘটনায় সিধাই থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের কঠোর ব্যবস্থা কামনা করেছেন, যাতে এলাকার শান্তি–শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনা যায়।

আপনি চাইলে সংবাদটির শিরোনাম পরিবর্তন, আরও বিস্তারিত যোগ করা বা সম্পাদনা করতে বলতে পারেন।

You said:
দাও
ChatGPT said:
নীচে আরও পরিমার্জিত, প্রকাশযোগ্যভাবে সাজানো সংবাদটি দেওয়া হলো—

রিসোর্টের আড়ালে বেআইনি কার্যকলাপ: সিধাই থানায় ক্ষুব্ধ স্থানীয়দের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
বামুটিয়ার তালতলা ও মোহনপুরের গজারিয়া গ্রামের মাঝামাঝি স্থানে তিন বছর আগে প্রতিষ্ঠিত দ্যা ন্যাচারাল রিসোর্ট নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে উঠছিল স্থানীয়দের মাঝে। অবশেষে শনিবার এলাকার বাসিন্দারা সিধাই থানা পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তারা জানান, রিসোর্ট–রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরে চলছে বিভিন্ন অসামাজিক ও বেআইনি কার্যকলাপ। রাতে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা, উচ্চস্বরে গান-বাজনা, সন্দেহজনক কর্মকাণ্ড ও অনৈতিক কার্যকলাপের কারণে এলাকাবাসী চরম উদ্বেগ ও অশান্তির মধ্যে জীবনযাপন করছেন।

তালতলা ও গজারিয়া গ্রামের লোকজনের বক্তব্য,
“রিসোর্টটি প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এলাকায় স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে নিরাপদে চলাফেরা করাও কঠিন হয়ে উঠেছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, পরিস্থিতি আরও খারাপ হবে।”

সিধাই থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এলাকাবাসীর দাবি—অবৈধ ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করে রিসোর্টটির বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ