Advertisement

Responsive Advertisement

বিরোধীদের বিরুদ্ধে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার অভিযোগ যুব মোর্চার


আগরতলা, ১ নভেম্বর: বিরোধীরা রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে— এমনই অভিযোগ তুলল ভারতীয় জনতা যুব মোর্চা। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগের সুর চড়ান যুব মোর্চার সাধারণ সম্পাদক রাণা ঘোষ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র অম্লান মুখার্জি।
রাণা ঘোষ বলেন, “এক মহিলার মুখে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের পরেও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁকে ‘ভদ্রমহিলা’ বলে সম্বোধন করেছেন— এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।” তিনি জানান, প্রদেশ যুব মোর্চা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
যুব মোর্চার সাধারণ সম্পাদকের অভিযোগ, বিরোধী দলগুলি পরিকল্পিতভাবে সরকারের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ সম্পর্কে বিকৃত ও ভ্রান্ত তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তাঁর কথায়, “বিরোধীরা রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মরিয়া। আমরা যুব সমাজের পক্ষ থেকে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছি।”
মুখপাত্র অম্লান মুখার্জি বলেন, “রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে কিংবা রাজনৈতিক স্বার্থে বিকৃতভাবে উপস্থাপন করছে। আমাদের লক্ষ্য— প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরা এবং রাজ্যের সার্বিক উন্নয়নে যুব সমাজের ভূমিকা স্পষ্ট করা।”
যুব মোর্চার নেতারা জানান, বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে তাঁরা জনসংযোগের মাধ্যমে পাল্টা প্রচার চালাবেন এবং রাজ্যের উন্নয়ন যাত্রাকে আরও গতিময় করতে যুব সমাজকে একত্রিত করার উদ্যোগ নেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ