Advertisement

Responsive Advertisement

রাজধানীর এমবিবি কলেজ লেক এলাকা থেকে নেশাসামগ্রী সহ ধৃত চার


আগরতলা, ২ নভেম্বর : রাজধানী আগরতলার কলেজ লেক এলাকায় মাদক ব্যবসা ছড়িয়ে দেওয়ার নীল নকশা ফাঁস। নেশা দ্রব্য সহ গ্রেপ্তার স্থানীয় এক দোকানী, ধৃতের নাম দীপ্তনু সাহা। তাকে জিজ্ঞাসাবাদ করে লালমাটিয়া এলাকা থেকে গভীর রাতে গ্রেপ্তার আরও তিন নেশা পাচারকারী। রবিবার পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানিয়েছেন।
রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে নেশা সামগ্রী পাচার হচ্ছে শহরের পূর্বাঞ্চল এলাকায়। ছোট ছোট চায়ের দোকান বা মুদির দোকানে যাচ্ছে এই নেশা সামগ্রী। সেখান থেকে কিনে নিচ্ছেন নেশাগ্রস্তরা। এমনই একটি নীল নক্সার পর্দা ফাঁস করল পূর্ব থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ শনিবার সন্ধ্যায় নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা এমবিবি কলেজ লেক সংলগ্ন এলাকার দীপ্তনু সাহার দোকানে অতর্কিত অভিযান চালায়। দোকান কর্ডন করে চালানো হয় অভিযান। অভিযান কালে পুলিশ ব্রাউন সুগার ভর্তি ১৮০টি কৌটা ২২টি কফ সিরাপের বোতল উদ্ধার করে। সাথে সাথে পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে দীপ্তনু সাহাকে গ্রেফতার করে। তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালায় ।জিজ্ঞাসাবাদে ধৃত অভিযুক্ত দীপ্তনু সাহা আরো তিনজনের নাম বলে। সেই মতো পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তিন নেশা পাচারকারীকে জালে তোলে। ধৃতরা হল বিজয় দাস, তপন বণিক এবং কৃষ্ণ বিশ্বাস। পুলিশের এই অভিযানের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। তার সহযোগী ছিলেন পূর্ব থানার এসআই নারায়ন দেব এবং কলেজটিলা আউটপোস্টের ওসি। রবিবার পূর্ব থানায় থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানান।
জানা গেছে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত দীপ্তনু সাহা, বিজয় দাস, তপন বনিক এবং কৃষ্ণ বিশ্বাস বেশ কিছু নেশা কারবারির নাম প্রকাশ করেছে। এই নাম গুলোর মধ্যে দুই বড় মাপের নেশা কারবারী রয়েছে। এই দুই কাছ থেকে নেশা সামগ্রী গুলি সংগ্রহ করে লালমাটিয়া এলাকার বিজয়, তপন এবং কৃষ্ণ, পরে তারা কলেজ টিলা, কলেজ লেক, যোগেন্দ্রনগর, টাউন প্রতাপগড়, আশ্রম চৌমুহনী প্রভৃত্তি এলাকার কিছু ছোট ছোট দোকানদারদের কাছে বিক্রি করে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ