আগরতলা, ১ নভেম্বর: রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত হেজামারা আর.ডি. ব্লকের অন্তর্গত সোনারাম পাড়া এডিসি ভিলেজে শনিবার এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সবার পৌরহিত করেন পশ্চিম জেলার জেলা জেলা শাসক ডা বিশাল কুমার। সভায় সংশ্লিষ্ট লাইন বিভাগগুলির কর্মকর্তা ও স্থানীয় অধিবাসীরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, মৌলিক প্রয়োজন এবং স্থানীয় জনগণের সমস্যাবলী নিয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, কৃষি উন্নয়ন ও শিক্ষা সংক্রান্ত নানা বিষয় সভার আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত কর্মকর্তারা স্থানীয় জনগণের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে সভায় অংশগ্রহণ করে তাঁদের চাহিদা ও সমস্যার বিষয় তুলে ধরেন। সভার মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বৃদ্ধির পাশাপাশি এলাকার টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়।
0 মন্তব্যসমূহ