Advertisement

Responsive Advertisement

ক্যাচ দ্য রেইন–২০২৫ কর্মসূচিতে কেন্দ্রীয় আধিকারিকদের প্রশংসা পেল পশ্চিম জেলা প্রশাসন



আগরতলা, ১ নভেম্বর : “জল শক্তি অভিযান : ক্যাচ দ্য রেইন – ২০২৫” কর্মসূচির আওতায় পশ্চিম ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হলো বর্ষা-পরবর্তী মাঠ পরিদর্শন কর্মসূচি। দুই দিনব্যাপী এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় ওল্ড আগরতলা, জিরানিয়া, মান্দাই এবং ডুকলি আর.ডি. ব্লক জুড়ে।
এই মাঠ পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আধিকারিক এম. অনিতা, বিজ্ঞানী মাসারুল ইসলাম, সহকারী কালেক্টর, সংশ্লিষ্ট ব্লকের বিডিওগণ এবং পশ্চিম জেলার এসবিএম (জি) সেলের আধিকারিকরা। তারা বর্ষা-পরবর্তী সময়ে বিভিন্ন জল সংরক্ষণ প্রকল্প, পানীয় জলের সরবরাহ ব্যবস্থা ও সেচ উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। ওল্ড আগরতলা ব্লকের দীপশিখা সিএলএফ, মধ্য চম্পমুড়া জেজেএম প্রকল্প, নলগরিয়া স্প্রিংকলার সেচ প্রকল্প এবং পিএমকেএসওয়াই পুকুরে পরিদর্শন অনুষ্ঠিত হয়। জিরানিয়া ব্লকে শান্তিকালি আশ্রমের আমৃত সরোবর প্রকল্প এবং ডুকলি ব্লকে ঈশানচন্দ্রনগর–কাশীনগর জেজেএম প্রকল্প, ঈশানচন্দ্রনগর আমৃত সরোবর ও আঙ্গনওয়াড়ি কেন্দ্রে নির্মিত সোক পিট পরিদর্শন করা হয়।
দুই দিনের এই ফিল্ড ভিজিটে জল সংরক্ষণ, বৃষ্টির জল সংগ্রহ, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ, এবং টেকসই সেচ ব্যবস্থার অগ্রগতি মূল্যায়ন করা হয়। কর্মকর্তারা প্রকল্পগুলোর বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন।
কেন্দ্রীয় প্রতিনিধি দল জানান, “জল শক্তি অভিযান – ক্যাচ দ্য রেইন” কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বর্ষার জলকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই জল সম্পদ নিশ্চিত করা। পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকে এ কর্মসূচির ইতিবাচক প্রভাব স্পষ্ট, যা রাজ্যের জল ব্যবস্থাপনা উদ্যোগকে আরও শক্তিশালী করেছে।
এই ফিল্ড ভিজিটের মাধ্যমে রাজ্য আবারও প্রমাণ করল যে, সচেতন পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ