আগরতলা, ৩০অক্টোবর: অন্যান্য প্রান্তের সাথে রাজ্যেও বৃহস্পতিবার পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো ।পূজার নিয়ম অনুসারে বৃহস্পতিবারই সপ্তমী ,অষ্টমী এবং নবমীর পূজার্চনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার কার্তিক মাসের শুক্লা নবমী। এই দিনে দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপে পুজিতা হন। অন্যান্য জায়গার সাথে রাজ্যেও বৃহস্পতিবার এই পূজা চলছে। বিভিন্ন আশ্রম, মঠ এবং বাড়িতে এদিন জগদ্ধাত্রী মায়ের পুজো হয়। পূজোর নিয়ম অনুসারে বৃহস্পতিবারই সপ্তমী, অষ্টমী এবং নবমী এই তিন পুজো অনুষ্ঠিত হবে ।এই উপলক্ষে বুধবার জগদ্ধাত্রী মায়ের অধিবাস অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে উপনিষদ অনুসারে দেবাসুরের যুদ্ধে দেবতাদের জয়ের পর তারা অহংকারী হয়ে উঠেছিলেন। দেবতাদের অহং নিবৃত্তির জন্যই ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রী আবিভূত হন।
0 মন্তব্যসমূহ