Advertisement

Responsive Advertisement

তপশিলী জাতি কল্যাণ দপ্তরের ব্লক ভিত্তিক সাব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত



আগরতলা, ৩০ অক্টোবর : উন্নয়নের কর্মযজ্ঞে গতি আনতে ব্লকভিত্তিক তপশিলী জাতি কল্যাণ সাব কমিটি গুলিকেও সংযুক্ত করা হবে। তাদের মতামত অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। বৃহস্পতিবার তপশিলী  জাতি কল্যাণ দপ্তরের ব্লক ভিত্তিক সাব কমিটির চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে এই কথা বলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে এই প্রথম মন্ত্রী সুধাংশু দাস'র উদ্যোগে এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো।
রাজ্যের তপশিলী ভুক্ত জাতির জনগণদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে চলছে তপশিলী  জাতি কল্যাণ দপ্তর। এই দপ্তরের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে রয়েছেন ব্লক ভিত্তিক তপশিলী  জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্য ও সদস্যারা। এতদিন ধরে এই সাব কমিটির চেয়ারম্যানদের নিয়ে কোন বৈঠক হয়নি। এই প্রথম সাব কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়ে বৈঠকের আয়োজন করলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন ব্লকের তপশিলী  জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত বিভিন্ন ব্লক ভিত্তিক সাব কমিটির চেয়ারম্যান ও সদস্যদের মতামত শোনা হয়। পাশাপাশি দপ্তরের উন্নয়ন মূলক উল্লেখযোগ্য প্রকল্পগুলি নিয়ে উপস্থিত চেয়ারম্যান ও অন্যান্যদের অবগত করানো হয়। এই বৈঠক প্রসঙ্গে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সাফল্যের পেছনে তাদেরও ভূমিকা থাকা উচিত। তাদের মতামত গ্রহণ করা উচিত। মন্ত্রী আরো জানান, এই সমস্ত মতামতের ভিত্তিতে আগামী দিনে দপ্তরের উন্নয়নমূলক কাজ কিভাবে আরো তরাম্বিত করা যায় সে সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিনের বৈঠকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ