আগরতলা, ১৩ অক্টোবর: সর্বভারতীয় ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ভিত্তিক সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের এয়োদাশ সাহিত্য সম্মেলন আগরতলার জ্যাকসন গেটে অবস্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলন কক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বিভিন্ন ভাষার নবীন, প্রবীণ কবি, সাহিত্যিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠিত কর্মসূচী-শিল্প-সাহিত্য-সংস্কৃতি জগতের প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মৃতিচারণ ও নীরবতা পালন, অতিথি সংবর্ধনা, মঙ্গল দীপ প্রজ্জ্বলন ও দীপ স্তুতি পাঠ, স্মারক পুরস্কার প্রদান, সংবর্ধনা প্রদান, মাতৃভাষা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক-শ্রী ভক্ত গোপাল ভট্টাচার্য কর্তৃক স্বাগত বক্তব্য ও সাংগঠনিক প্রতিবেদন, শুভেচ্ছা পাঠ, স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। সম্মেলনে অংশগ্রহণকারী বিশিষ্ট অতিথিরা হলেন কুসুম কুমার পাল, ডা: ভোলানাথ সাহা, ড. আশীষ কুমার বৈদ্য, ডঃ মানিকলাল ভৌমিক, স্বর্ণেন্দু বণিক, দীপা দেববর্মা, দেবজ্যোতি ভট্টাচার্য, সুবীর সেন ঘোষ, রঞ্জিত রায়, সংহিতা চৌধুরী, বিধু দেব, সশীম আচার্য, ইন্দ্রজিৎ চন্দ, কৃষ্ণকলি কৃষ্ণা, বিভূতি ভূষণ পাল, অনিল শর্মা রেবতী মোহন, শরৎ চন্দ্র দাস, শ্রী বগারাম বড়ো, রমেন্দ্র কুমার সরকার, কুলেন্দ্র শর্মা, মনিকা ভৌমিক, বিভাস দাস, কিরণ সিনহা, পুরবী সিনহা, চামেলি সিনহা, অমিত সিনহা, চন্দনা কুন্ডও গৌরি সেন প্রমুখ। শিল্পী, কবি, সাহিত্যিক, লেখক, নাট্যকার এবং সমাজকর্মী সহ মোট পঁয়ষট্টি জনকে সম্মেলন স্মারক সম্মানে ভূষিত করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের ত্রিপুরা রাজ্য সভাপতি সুভাষ সূত্রধর এবং সম্পাদিকা লীলাবতী সিনহাকে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনের অতিথি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. অরুণোদয় সাহা (পদ্মশ্রী), এবং রাজ্যের বিশিষ্ট সমাজকর্মী, শ্রমিক শিক্ষক ও কর্মচারী নেতা এবং ত্রিপুরা সড়ক পরিবহন কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় অসুস্থতার কারণে সম্মেলনে যোগ দিতে না পারায় লিখিত শুভেচ্ছা বার্তায় সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন। সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত কর্মসূচিগুলো হলো: সাংগঠনিক প্রতিবেদন পর্যালোচনা, স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংগঠনিক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি। ২০২৬ সালের মার্চ মাসে আসামে পরিষদের ১৪তম ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আয়োজনের প্রস্তুতি গ্রহণ। উত্তর পূর্বাঞ্চলে বসবাসকারী বিভিন্ন জাতি গোষ্ঠীর জনগণের মাতৃভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে পরিষদের ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ। এরপর সম্মেলনের দ্বিতীয় দিনের সাংগঠনিক অধিবেশন ও সাহিত্য আসরের সভাপতি-বাংলা একাডেমী ত্রিপুরার মাননীয় সম্পাদক এবং রাজ্যের সাহিত্য জগতের অন্যতম ব্যক্তিত্ব শ্রী কুসুম কুমার পালের বক্তব্যের পর আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের এয়োদাশ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সমাপ্ত হয়।
0 মন্তব্যসমূহ