আগরতলা, ১৩ অক্টোবর : ত্রিস্তর পঞ্চায়েতের পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। সোমবার আগরতলায় রাজ্য সরকারের অতিথিশালায় এই বৈঠক হয়। মন্ত্রী কিশোর বর্মন পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব নেওয়ার পর সব কয়টি জেলাতেই পর্যালোচনা বৈঠক করেছেন। এদিন পশ্চিম জেলা ভিত্তিক বৈঠকের মধ্যে দিয়ে প্রথম পর্বে তিনি সবকয়টি জেলার বৈঠক সম্পন্ন করেছেন। পরবর্তী পর্যায়ে আগামী তিন মাস পর এ ধরণের বৈঠক হবে। পঞ্চায়েত দপ্তরে জেলাগুলিতে কাজের অগ্রগতি, কতটা অর্থ ব্যায় হয়েছে, কতটা অব্যায়িত রয়েছে, কি কি পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা এই সমস্ত বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান মন্ত্রী কিশোর বর্মন। তিনি দপ্তরের আধিকারিকদের সময়ের কাজ সময়ে শেষ করার আহ্বান জানান। এদিনের এই বৈঠকে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি সহ অন্যান্নরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ