আগরতলা, ১৪ অক্টোবর : রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমীর মাঠে অনুষ্ঠিত হলো “তামাকমুক্ত যুব অভিযান ৩.০”-এর জেলা স্তরের আনুষ্ঠানিক উদ্বোধন। এই কর্মসূচিটি যৌথভাবে আয়োজিত হয়েছিল এইডস কন্ট্রোল সোসাইটির “রেড রান ইনিশিয়েটিভ”-এর সহযোগিতায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার, পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত জেলা শাসক (এডিএম), উপ-বিভাগীয় শাসকগণ (এসডিএম), স্পোর্টস অথরিটি, রাষ্ট্র ও জেলা পর্যায়ের আইক্যাট, স্বাস্থ্য দপ্তর, নাগরিক প্রশাসন, ডিআইএসই, ডিইও, সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও জেলার ২৫টি প্রধান বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনা হয় “নো টোবাকো প্লেজ ” গ্রহণের মাধ্যমে, যেখানে উপস্থিত সকলে তামাকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন। এর পরপরই অনুষ্ঠিত হয় “রেড রান ম্যারাথন”, যেখানে শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করে সমাজে তামাকমুক্ত বার্তা পৌঁছে দেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে সচেতন ও নেতৃত্বে এগিয়ে এনে তামাকমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য। সচেতনতা, কঠোর আইন প্রয়োগ ও আন্তঃবিভাগীয় সহযোগিতার মাধ্যমে “তামাকমুক্ত ত্রিপুরা” গড়ে তোলাই এই অভিযানের উদ্দেশ্য। তামাকমুক্ত অভিযানের পাশাপাশি রাজ্যে যে টিবি মুক্ত ভারত অভিযান চলেছে, উপস্থিত সম্মানীয় বক্তারা এই বিষয়েও গুরুত্ব আরোপ করেছেন।
এই রেড রান ম্যারাথন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অনুষ্ঠানের শেষে মহিলাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ