আগরতলা, ২২ অক্টোবর: কার্তিক মাসের শুক্লা পক্ষের প্রথম দিনে বুধবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরেও অন্যকট উৎসব অনুষ্ঠিত। এই উপলক্ষে জগন্নাথ বাড়িতে এদিন ভক্তবৃন্দের সমাগম ছিল লক্ষণীয়। হরিনাম সংকীর্তন এর মধ্য দিয়ে নেচে গিয়ে পূজা পাঠের পর ভক্ত বৃন্দদের মধ্যে অন্যকূটের প্রসাদ বিতরণ করা হয়।
অন্যকূট মানে খাদ্যের পাহাড়। এটি গোবর্ধন পূজা নামেও পরিচিত। কার্তিক মাসের শুক্লা পক্ষের প্রতিপদ তিথিতে এই উৎসব বা পূজা অনুষ্ঠিত হয়। এই পুজোয় ভক্তরা গোবর্ধন গিরির উপাসনা করেন ।কৃষ্ণকে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করে অর্পণ করেন। বুধবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরেও অন্যকট উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে বিভিন্ন পদের তড়ি তরকারি রান্না করে ভগবানের নিকট অর্পণ করা হয়।অনুষ্ঠিত হয় বিশেষ পূজা পাঠ।এরপর হরিনাম সংকীর্তন এর সাথে সাথে নেচে গেয়ে ভক্তবৃন্দরা ভক্তির উল্লাস প্রকাশ করেন।
এদিন অন্যকূট উৎসবের মহত্ত্ব ব্যাখ্যা করে জগন্নাথ জিউ মন্দিরের এক আচার্য জানান, বৃন্দাবনের গোবর্ধন পর্বত এলাকায় ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন রূপ ধারণ করে এই দিনে আবিভূত হয়েছিলেন। সেই থেকে এই দিনটিকে অন্যকূট উৎসব হিসেবে পালন করা হয়।
এদিন পূজা পাঠ শেষে উপস্থিত সকল ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ