আগরতলা, ২২ অক্টোবর: পশ্চিম জেলার পুরাতন আগরতলার অন্তর্গত ধুপছড়া ভিলেজ অফিসে বুধবার একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন পর্যালোচনা সভার আয়োজন করা হয়, এদিনের এই বৈঠকের পুরোহিত্য করেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার। এদিন বেলা ১১টা থেকে শুরু হওয়া এই সভায় জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা ব্লকের বিডিও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। সভায় এলাকার বিভিন্ন মৌলিক ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গভীর পর্যালোচনা হয়। পর্যালোচনা সভায় যেসব প্রধান ইস্যু নিয়ে আলোচনা হয়, সেগুলোর মধ্যে ছিল, পানীয় জলের আরো ব্যাপক বন্দোবস্ত। এলাকাবাসীর নিরাপদ ও নিরবিচ্ছিন্ন পানীয় জলের চাহিদা মেটাতে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়।
বিদ্যুৎ সরবরাহ – নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামো পর্যালোচনা ও সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার আরো ব্যাপক উন্নয়ন, গ্রামীণ ও আন্তঃগ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বিস্তারিত প্রতিবেদন পেশ করেন। শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়সমূহে অবকাঠামোগত ঘাটতি পূরণের প্রস্তাব উপস্থাপন করা হয়।
স্বাস্থ্য পরিষেবা – এলাকার উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম, জনবল ও ওষুধের প্রাপ্যতা নিয়ে বিশদ আলোচনা হয়।
কৃষি ও কৃষক কল্যাণ – কৃষকদের সমস্যা, সরকারি সহায়তা, ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ নিয়ে কৃষি দপ্তরের সাথে পরামর্শ হয়।
সভায় স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, বিভিন্ন বিভাগীয় আধিকারিক, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও কৃষি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পাশাপাশি এদিন উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন জেলাশাসক।
পর্যালোচনা সভার পরে প্রতিনিধিদল ধুপছড়া স্বাস্থ্য উপ-কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে চলমান স্বাস্থ্য পরিষেবাগুলোর মান, পরিষেবার প্রাপ্যতা, জনবল পরিস্থিতি এবং রোগীদের সেবাদানের পদ্ধতি খতিয়ে দেখা হয়। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সাথে মতবিনিময় করে তাদের চ্যালেঞ্জ ও চাহিদা শোনা হয়।
0 মন্তব্যসমূহ