বিশ্বকর্মা পূজায় রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত
সেপ্টেম্বর ১৯, ২০২৫
আগরতলা, ১৭সেপ্টেম্বর : বিশ্বকর্মা পূজা উপলক্ষে রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের তরফে প্রাক্তন বাগিচা শ্রমিকদের আমন্ত্রণ করে মধ্যাহ্নভোজন এবং বস্ত্র দান করা হয়। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী নিজে এই কর্মসূচিতে শামিল ছিলেন। গবেষণা কেন্দ্রের এমন দৃষ্টান্ত দেখে বহু বয়জষ্ঠ এবং অবসরপ্রাপ্ত শ্রমিকের চোখে আবেগে জল গড়িয়ে আসে। সনাতন ধর্মীয় রীতি অনুসারে শিল্পের দেবতা বিশ্বকর্মা। তাই প্রতিবছর ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান অফিস বেসরকারি প্রতিষ্ঠান, মেশিনারি এবং যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করা হয় সেখানে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। সেই সঙ্গে চলে আনন্দ উৎসব। বিশ্বকর্মা পূজা যে শুধু আনন্দ উৎসব এবং খাবার-দাবারের বিষয়ে নয়। পুরাতন এবং নতুনদের মধ্যে মেলবন্ধনের অন্যতম একটি মাধ্যম তা প্রমাণ করে দিল রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র।
এই গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষের তত্ত্বাবধানে এবছর এক মনোজ্ঞ কর্মসূচির আয়োজন করা হয় বিশ্বকর্মা পূজা উপলক্ষে। ১৯৮০ এর দশকে এই উদ্যান গবেষণা কেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল, তখন থেকে এখানে বাগিচা শ্রমিক হিসেবে বহু মানুষ কাজ করে গিয়েছেন। তাদের অনেকেই এখন অবসরে গিয়েছেন এবং বয়সের ভারের নুয্য। এই পরিস্থিতিতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে পুরাতন সকল বাগান শ্রমিকদেরকে আমন্ত্রণ জানানো হয়। তারা বিশ্বকর্মা পূজা এলে গবেষণা কেন্দ্রের তরফে মধ্যাহ্নভোজের আয়োজন করার পাশাপাশি তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ নিজে শ্রমিকদের মধ্যে বস্ত্র তুলে দেন। পাশাপাশি উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস সস্ত্রীক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেই সঙ্গে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিজন এবং নানা সমাজসেবী ও আশেপাশের এলাকার বিভিন্ন স্তরের কৃষি আধিকারিকরা।
তারা সকলে মিলে প্রাক্তন বাগান শ্রমিকদের হাতে বস্ত্র তুলে দেন। ডক্টর রাজীব ঘোষের এই উদ্যোগকে দেখে বহু শ্রমিক তাকে বুকে জড়িয়ে ধরেন, আবেগাপ্লুত হয়ে তাদের চোখ দিয়ে জল চলে আসে। তাদের বক্তব্য দীর্ঘ বছর কাজ করে অবসরে যাওয়ার এতদিন গবেষণা কেন্দ্রের আধিকারিক্রাম মনে রেখেছেন এটাই তাদের জীবনের বড় প্রাপ্তি। এভাবে আগে কখনো কেউ তাদের সম্মানিত করেনি। বিশ্বকর্মা পূজা উপলক্ষে এত সুন্দর উদ্যোগ করার জন্য মন্ত্রী নিজেও প্রশংসা করেন গবেষণা কেন্দ্রের প্রধানকে। রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের এই উদ্যোগ রাজ্যের সকল সরকারি উদ্যান এবং খামারগুলির সামনে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করে রাখল।
0 মন্তব্যসমূহ