Advertisement

Responsive Advertisement

রাজ্যের প্রথম অর্গানিক পণ্যর স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ



আগরতলা, ১৭ সেপ্টেম্বর :  স্বাস্থ্য সচেতন মানুষ স্বাস্থ্যের বিষয়টি চিন্তা করে রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত অর্থাৎ অর্গানিক খাবার-দাবারের প্রতি আকৃষ্ট হচ্ছেন। মানুষের এই চাহিদার কথা চিন্তা করে ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর রাজ্যে অর্গানিক চাষের জমির পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি করছে। রাজ্যে উৎপাদিত অর্গানিক পণ্যকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ফার্মার প্রোডিউস কোম্পানি গঠন করেছে। এই কোম্পানিগুলি অর্গানিক পণ্য উৎপাদন এবং বিপণনের কাজ করছে। অন্যান্য জায়গার সঙ্গে পাল্লা দিয়ে আগরতলা শহরেও অর্গানিক পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এই চাহিদার বিষয়টি মাথায় রেখে ত্রিপুরা স্টেট অর্গানিক ফায়ার্মিং ডেভেলপমেন্ট এজেন্সী রাজধানী আগরতলার শিশু বিহার সংলগ্ন কৃষি ভবনের সামনে অর্গানিক সবজি এবং পণ্য সামগ্রী বিক্রির একটি স্টল চালু করে। বুধবার বিশ্বকর্মা পূজার দিন ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এই স্টলের উদ্বোধন করেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন দপ্তরের অধিকর্তা ডক্টর ফনি ভূষণ জমাতিয়া, ত্রিপুরা স্টেট অর্গানিক ফায়ার্মিং ডেভেলপমেন্ট এজেন্সীর ম্যানেজিং ডিরেক্টর রাজীব দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। 
আনুষ্ঠানিক উদ্বোধনের পর মন্ত্রী স্টলে রাখা বিভিন্ন ধরনের অর্গানিক সবজি ও পণ্য গুলি দেখেন। সেই সঙ্গে আমলকি ও কমলালেবু নিজে টাকা দিয়ে কিনে নেন। পাশাপাশি এদিন বিলোনিয়া এলাকার একটি ফার্মার প্রডিউসার কোম্পানির সদস্যদের হাতে অন্য পরিবহনের জন্য মিনি ট্রাকের চাবি তুলে দেন। এই কর্মসূচি সম্পর্কে মন্ত্রী বলেন, অর্গানিক স্টলটিতে সারা রাজ্যে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি সহ কৃষিজাত পণ্য পাওয়া যাবে বলেও জানিয়েছেন। 
উদ্বোধনের দিনের বিপণন কেন্দ্রটিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আগামী দিনে রাজ্যের অন্যান্য জায়গা থেকেও অর্গানিক পণ্য সামগ্রীর ষ্টল চালু করা হবে বলেও জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ