Advertisement

Responsive Advertisement

শিশু বিবাহ এবং কিশোরী গর্ভধারণ প্রতিরোধে পাঁচ বছরের জেলা কর্ম পরিকল্পনার বই প্রকাশ


আগরতলা, ১৭ সেপ্টেম্বর: "পশ্চিম ত্রিপুরায় শিশু বিবাহ এবং কিশোরী গর্ভধারণ প্রতিরোধের জন্য ৫ বছরের জেলা কর্ম পরিকল্পনা ২০২৫-২০৩০" শীর্ষক একটি বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হলো বুধবার। পশ্চিম জেলার জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত বইয়ের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর দীপিকা গৌতম, জিরানিয়া মহাকুমার অতিরিক্ত মহকুমা শাসক পামেলা সাহা, গ্রামীণ জীবিকা মিশনের পশ্চিম জেলা অফিসের সকল কর্মচারী সহ বিভিন্ন সহায়ক দলের সদস্যরা উপস্থিত ছিলেন বই প্রকাশ অনুষ্ঠানে। 
জেলাশাসক ডা বিশাল কুমার এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে বলেন, বাল্যবিবাহ একটি ব্যাধির মতো। সমাজের এই সমস্যাকে সমাধান করতে হলে প্রথমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। মানুষ সচেতন হলেই পুরোপুরি সামাজিক এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। এর জন্য প্রশাসন কাজ করে চলছে। বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে পশ্চিম জেলা প্রশাসন ২০৩০ সাল পর্যন্ত একটি পরিকল্পনা হাতে নিয়েছে। যা বই আকারে প্রকাশ করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ