আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যে শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে উৎসবের আবহে সামাজিক সম্প্রীতি ও আনন্দ ভাগ করে নিতে বৃহস্পতিবার মজলিশপুর বিধানসভা এলাকায় আয়োজিত হলো বিশেষ কর্মসূচি। এদিন শচীন্দ্রনগর কলোণী পঞ্চায়েত ও পূর্ব বড়জলা পঞ্চায়েতের অন্তর্গত ৪৭, ৪৮, ৪৯, ৫১, ৫২ ও ৫৩ নম্বর বুথ এলাকার মা-বোনদের হাতে শারদীয়া উপহার স্বরূপ শাড়ি বস্ত্র তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক সুশান্ত চৌধুরী।
শাড়ি বিতরণের মাধ্যমে মন্ত্রী উপস্থিত মহিলাদের দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “শারদীয়া দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব। এই আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতে পারাটাই আসল আনন্দ।” তাঁর হাত থেকে উপহার গ্রহণ করে বহু মহিলা খুশি হয়ে জানান, এই উদ্যোগ তাদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য এবং এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরিবেশ ছিল উৎসবমুখর। মা দুর্গার আগমনী সুরের সঙ্গে মিল রেখে শাড়ি বিতরণ কার্যক্রম এলাকায় আনন্দের ঢেউ তোলে।
প্রসঙ্গত, প্রতিবছর দুর্গোৎসবকে সামনে রেখে মজলিশপুর বিধানসভা এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হলো না। উপহার হিসেবে শাড়ি বস্ত্র বিতরণ কার্যক্রম শুধু মহিলাদের হাতে উৎসবের সাজগোজের সামগ্রী পৌঁছে দেওয়াই নয়, বরং সমাজে পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করল। এদিন মন্ত্রী স্থানীয় মানুষদের মধ্যে পূজা উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করেন।
এদিনের কর্মসূচির মাধ্যমে মন্ত্রী সুশান্ত চৌধুরী এলাকার সাধারণ মানুষকে পাশে থাকার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও স্থানীয় মানুষের সঙ্গে মিলেমিশে প্রতিটি উৎসবকে আনন্দমুখর করে তুলবেন।
0 মন্তব্যসমূহ