Advertisement

Responsive Advertisement

রাজধানীর বটতলা মহাশ্মশান সংস্কার করা হবে : মেয়র



আগরতলা, ১১সেপ্টেম্বর : বটতলা মহাশ্মশানটিতে রয়েছে বিভিন্ন সমস্যা। তাই যাবতীয় সমস্যা দূরীকরণে মহাশ্মশানটি ব্যাপক সংস্কার এর উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। বৃহস্পতিবার মহাশ্মশান পরিদর্শনে যান মেয়র দীপক মাজমদের। সগে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক শৈলেশ যাদব সহ অন্যান্য অধিকারিকগণ ও স্থানীয় নেতৃত্ব। মেয়র গোটা শ্মশান চত্বর ঘুরে দেখেন। কথা বলেন সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে। প্রতি বছর হওয়ায় জল বাড়লেই ডুবে যায় স্মশানটি। শুধু তাই নয় সৎকার করতে এসে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় মানুষকে। মেয়র জানান, শ্মশানের পিছন দিকে হাওড়ায় একটি পাকা ঘাট করা হবে। এখানে পুর নিগমের যে অফিসটি রয়েছে সেটি রাস্তার উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে নিয়ে আশা হবে। আরো দুইটি ইলেকট্রিক চুল্লি করা হবে। সৎকার করতে আসা লোকেদের বসার জায়গার ব্যবস্থা করা হবে। শ্মশান চত্বরে যে মন্দিরটি রয়েছে সেটিও সংস্কার করা হবে। সৎকারের কাজে মানুষকে আরো উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে শীঘ্রই এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান মেয়র। শ্মশান চত্বর নিয়মিত সাফাই করা আরো আলোর ব্যবস্থা করা হবে বলেও মেয়র আশ্বস্ত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ