সুদীপ নাথ, আগরতলা, ১১সেপ্টেম্বর : দক্ষিণ-পূর্ব এশিয়ার বাংলাদেশ নেপাল ভুটান ইত্যাদি দেশে দ্যা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের কাজকর্মকে সম্প্রসারিত করার ক্ষেত্রে সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র, এই অভিমত আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের নির্দেশক তথা গ্লোবাল ডিরেক্টর ড. সাইমন হেচ'র।
দক্ষিণ আমেরিকার পেরু দেশের রাজধানী লিমা শহরে অবস্থিত একমাত্র আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র তথা দ্যা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার, এই কেন্দ্রটির দক্ষিণ পূর্ব এশিয়ার শাখা চালু করা হবে উত্তরপ্রদেশের আগ্রা জেলাতে। এর জন্য ইতিমধ্যেই ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যান মন্ত্রকের সঙ্গে দ্যা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার'র মৌ স্বাক্ষরিত হয়েছে এ বছরের ২৮জুলাই তারিখে বলে জানিয়েছেন আন্তর্জাতিক এই আলু গবেষণা কেন্দ্রের নির্দেশক তথা গ্লোবাল ডিরেক্টর ড. সাইমন হেচ। বৃহস্পতিবার দুই দিনের সফরে আগরতলায় আসেন, তার সঙ্গে ছিলেন এই গবেষণা কেন্দ্রে ভারতের কান্ট্রি হেড নীরজ শর্মা। বিমানবন্দর থেকে নেমে সরাসরি তিনি চলে যান রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র। সেখানে তিনি এ কথা জানা।
গবেষণা কেন্দ্রে পৌঁছালে কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষ তাকে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেন। তারপর কনফারেন্স হলে গবেষণা কেন্দ্র বিভিন্ন কাজকর্মের উপর নির্মিত সত্য চিত্র দেখেন। সেই সঙ্গে তিনি এআরসি এবং টি পি এস পদ্ধতিতে উৎপাদিত আলু এবং আলু বীজের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই প্রসঙ্গে উল্লেখ কর যে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের উৎপাদিত এই দুটি পদ্ধতিতে আলু চাষের এবং বীজ উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র। গবেষণা কেন্দ্রের প্রধান ডঃ রাজীব ঘোষের কাছ থেকে এআরসি পদ্ধতিতে আলু চাষের ক্ষেত্রে রাজ্যের অগ্রগতির বিষয়টি জানতে পেরে তিনি ব্যাপক খুশি ব্যক্ত। সেই সঙ্গে তিনি জানান আগামী দিনে যাতে রাজ্যে আরও বিপুল পরিমাণে এআরসি আলু চাষের জন্য তারা সব ধরনের সহযোগিতা করবেন। সাধারণ খাবার আলুর পাশাপাশি কমলা রঙ্গের মিষ্টি আলু রাজ্যে যাতে চাষ করা যায় এর জন্য আন্তর্জাতিক আলো গবেষণা কেন্দ্র সহযোগিতা করবে বলেও জানান।
এই সময় কথা বলতে গিয়ে ড. সাইমন হেচ ভারতে তাদের গবেষণা কেন্দ্রের দক্ষিণ পূর্ব এশিয়ার ফাঁকা কেন্দ্র স্থাপনের বিষয়টি উল্লেখ করেন। তিনি আরো বলেন এই কেন্দ্র থেকে ভারতের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ নেপাল ভুটান সহ অন্যান্য দেশেও আলু চাষের সম্প্রসারণের বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। এই কাজে রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রগুলিতে গবেষণামূলক কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও অভিমত ব্যক্ত করেন।
রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর তিনি গবেষণা কেন্দ্রের টিস্যু কালচার ল্যাব পরিদর্শন করেন। শুক্রবার তিনি রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের পাশাপাশি আরো বেশ কয়েকটি কৃষি গবেষণা কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। সবশেষে তিনি বিকেলে রাজ্য ত্যাগ করবেন বলে জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ