Advertisement

Responsive Advertisement

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে প্রস্তুতিতে জোর: জিরানিয়ায় উচ্চপর্যায়ের বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী


আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আজ জিরানীয়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলে এক উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পৌরহিত্য করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জিরানীয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, সমাজসেবী, জিরানীয়া নগর পঞ্চায়েত ও রাণীরবাজার পুরপরিষদের সদস্যবৃন্দ, ভিলেজ কমিটির প্রতিনিধিরা, পাশাপাশি বিদ্যুৎ, জনস্বাস্থ্য, সড়ক, অগ্নিনির্বাপন সহ নাগরিক পরিষেবার সাথে যুক্ত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকরা।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে স্পষ্ট বার্তা দেন—শারদোৎসবের সময় মানুষ যেন কোনো অসুবিধায় না পড়েন, তার জন্য প্রতিটি দপ্তরকে অগ্রিম প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হলে তা যেন দ্রুত সমাধান করা হয়, ভগ্ন অবস্থায় থাকা সড়কগুলোকে জরুরি ভিত্তিতে সংস্কার করার নির্দেশ দেন তিনি। একইসাথে শুদ্ধ পানীয় জল সরবরাহ ও অগ্নিনির্বাপক ব্যবস্থার উপরও জোর দেওয়া হয়।

বৈঠকে আলোচনার সময় জিরানীয়া মহকুমার বিভিন্ন প্রকল্প ও যোজনার কাজের অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত পর্যালোচনা করা হয়। চলমান কাজগুলির দ্রুত বাস্তবায়নে দেরি বা সমস্যার কথা জানতে পেরে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা সম্পন্ন করার কড়া নির্দেশ দেন। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের অন্যতম বৃহৎ উৎসব। তাই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসনের প্রতিটি স্তরে সমন্বয় প্রয়োজন।”
মন্ত্রী আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে প্রতিটি এলাকায় সুষ্ঠু পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
এদিনের এই বৈঠকে উৎসবকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও গুরুত্ব সহকারে আলোচনা হয়। অগ্নিকাণ্ড বা আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যানবাহনের চাপ সামলাতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জিরানিয়ার এই প্রস্তুতি বৈঠককে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আশাবাদী পরিবেশ তৈরি হয়েছে। উপস্থিত জনপ্রতিনিধি ও সমাজসেবীরা একবাক্যে জানান—মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে এই বৈঠক আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার পথ আরও সুগম করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ