আগরতলা, ১১ সেপ্টেম্বর : পাঞ্জাবের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে বিশুদ্ধ পানীয় জলের। আশ্রয়কেন্দ্রে থাকা হাজারো মানুষ দিন কাটাচ্ছেন নিরাপদ জলের অভাবে। এসময় মানবিক উদ্যোগে এগিয়ে এসেছে এইচ এন টেকনোভেশনস। তারা রিলায়েন্স ফাউন্ডেশনের ত্রাণ অভিযানে যুক্ত হয়ে বিমানযোগে আমৃতসরে পাঠিয়েছে দুটি আধুনিক পানিশোধন যন্ত্র।
এর মধ্যে একটি হলো “ইনস্টা ওয়াটার স্কুল ১০০০”, যা প্রতিদিন প্রায় এক হাজার লিটার বিশুদ্ধ ও স্বাস্থ্যকর পানীয় জল সরবরাহ করতে পারে। অপর যন্ত্রটির নাম “ইনস্টা ওয়াটার পোর্টা হাইব্রিড বক্স”, যা দিনে এক হাজার থেকে দুই হাজার লিটার পর্যন্ত বিশুদ্ধ জল সরবরাহ করতে সক্ষম। দুটি যন্ত্রেই রয়েছে স্মার্ট কন্ট্রোলার প্রযুক্তি, যা রিয়েল-টাইমে পানির গুণমান পরীক্ষা করে টিডিএস নিয়ন্ত্রণ করে এবং নিশ্চিত করে মানসম্মত পানীয় জল।
স্থানীয় মানুষজনের জন্য এই উদ্যোগ এখন বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। শিশুরা পাচ্ছে নিরাপদ জল, প্রবীণদের মধ্যে কমছে জলবাহিত রোগের শঙ্কা। প্রযুক্তির সহায়তায় দুর্যোগ মোকাবিলার এমন উদ্যোগে প্রশংসা ঝরছে চারপাশে।
এইচ এন টেকনোভেশনস-এর কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের একমাত্র লক্ষ্য হলো দুর্যোগের সময়ে কোনো মানুষকে যেন বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হতে না হয়। প্রযুক্তি আর মানবিকতার এই মেলবন্ধন দুর্গত মানুষের জীবনে এনে দিচ্ছে নিরাপত্তা ও আশার আলো।
0 মন্তব্যসমূহ