Advertisement

Responsive Advertisement

রাবার চাষিদের স্বার্থে মিছিল ডেপুটেশন রাজ্য রাবার উৎপাদক সমিতির



আগরতলা, ১০ সেপ্টেম্বর : রাবার চাষিদের স্বার্থে বিভিন্ন দাবিতে সোচ্চার হলো ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি। বুধবার আগরতলায় মিছিল ও সাভার পর মুখ্যসচিবের কাছে ২১ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। সারা ভারত কৃষক সভা অনুমোদিত ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি এদিন আগরতলায় মিছিলের পর পথসভা করে ওরিয়েন্ট চৌমুহনীতে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, রাবারের দাম কমেগিয়েছে। সরকার থেকে আগে যে সাবসিডি দেওয়া হতো তাও তুলে নেওয়া হয়েছে। রাবারে রোগ দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্ত হন রাবার চাষি ও উৎপাদকরা। রাবারের বাজার দর কমে যাওয়ায় ২১ দফা দাবিতে এদিনের এই কর্মসূচি বলে জানান কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। তিনি আরো বলেন, দাবিগুলি পূরণ না হলে রাবার চাষিদের স্বার্থে সংগঠন বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। রাবার একটি অর্থকরী ফসল। ত্রিপুরার বহু মানুষ এই রাবার চাষের উপর নির্ভরশীল। তাদের এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাবার উৎপাদকরা আসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ