আগরতলা, ৭ সেপ্টেম্বর : রাজ্যের কর্মচারীদের মধ্যে অষ্টম বেতন কমিশন চালু এবং বকেয়া ডিএ প্রদান সহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে সরকারের কাছে সংগঠনের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে হবে।গেজেটেড অফিসার্স সংঘের ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলনে সদস্যদের মনে করিয়ে দিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ রায়। গেজেটেড অফিসার্স সংঘের ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলনে পদ্মশ্রী তথা পরম পূজনীয় স্বামী চিত্তরঞ্জন মহারাজ, রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ প্রমূখ উপস্থিত ছিলেন।
রাজধানীর মুক্তধারা হলে রবিবার গেজেটেড অফিসার্স সংঘের ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজ, রামকৃষ্ণ মিশন মঠের অধ্যক্ষ স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ সহ অন্যান্যরা। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গেজেটেড অফিসার্স সংঘের ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক দেবাশীষ রায় বলেন, গেজেটেড অফিসার্স সংঘের লক্ষ্য সমাজের অন্তিম ব্যক্তিদের কাছে প্রশাসনের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। এই লক্ষ্যকে সামনে রেখেই সংগঠন সবসময় মানুষের পাশে দাঁড়ায়। তিনি বলেন, এই ক্ষেত্রে সংগঠন শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। কারণ সংগঠনের ঐক্যবদ্ধ চেহারা আমরা সরকারের কাছে তুলে ধরতে পারলেই আমাদের পেশাগত দাবি আমরা আদায় করতে পারব।
তিনি বলেন, কিছুদিন পূর্বে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং মুখ্য সচিবের নিকট আট দফা দাবি সনদ পেশ করা হয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য দাবি গুলি হল অষ্টম বেতন কমিশন কার্যকর করা, বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা। আমরা অতিসত্বর এই দাবি পূরণ হওয়া চাই।
সম্মেলনে সভাপতিত্ব করেন গেজেটেড অফিসারস সংঘের ত্রিপুরা প্রদেশের সভাপতি তপন দাস। তিনিও পেশাগত দাবী দাওয়া পূরণের স্বার্থে সংগঠনকে আরো শক্তিশালী করে তোলার আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ