Advertisement

Responsive Advertisement

গোপন খবরে পুলিশের অভিযান : পুরাতন মোটরস্ট্যান্ড থেকে ৮ জুয়াড়ি আটক






আগরতলা, ৭ সেপ্টেম্বর : রাজধানী আগরতলা শহরের ব্যস্ত পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় পূর্ব আগরতলা থানার পুলিশ জুয়ার আসর ভেঙে দিয়ে ৮ জনকে আটক করে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এ সাফল্য পায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে জুয়া খেলার আসর বসত। সাধারণ মানুষের অভিযোগ থাকা সত্ত্বেও জুয়াড়িরা এক প্রকার নিশ্চিন্তে প্রতিদিন খেলায় মেতে উঠত। গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার একটি বিশেষ দল হানা দিয়ে জুয়ার আসর থেকে নগদ অর্থ, তাস এবং অন্যান্য সামগ্রীসহ ৮ জনকে হাতেনাতে আটক করে।
পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ, জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলবে। তারা আরও সতর্ক করে দিয়েছেন যে, ভবিষ্যতে শহরের যে কোনও প্রান্তে অবৈধ জুয়ার খবর পেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এলাকার বহু মানুষ পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে এই জুয়ার কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছিল এবং স্থানীয় পরিবেশও নষ্ট হচ্ছিল। এক বাসিন্দা বলেন— “আমরা বারবার অভিযোগ করেছিলাম, অবশেষে পুলিশ ব্যবস্থা নিল। এতে আমরা স্বস্তি পেলাম।”
জুয়া শুধু বেআইনি নয়, এটি সমাজে নানা অপরাধ ও অশান্তির জন্ম দেয়। নগদ টাকার লেনদেন থেকে শুরু করে চুরি, ছিনতাই, এমনকি গৃহস্থালী অশান্তি পর্যন্ত—সবকিছুর মূলে থাকে এই অবৈধ খেলা। তাই পুলিশের এই অভিযান শহরের সামাজিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশিষ্টজনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ