Advertisement

Responsive Advertisement

১২ নং ওয়ার্ডের চারটি ন্যায্য মূল্যের দোকানের পিভিসি রেশন কার্ড বিতরণ করলেন মেয়র




আগরতলা, ১৬ সেপ্টেম্বর : রাজ্য সরকার স্বচ্ছতার সাথে জনগণকে যাবতীয় পরিষেবা প্রদান করছে। মঙ্গলবার আগরতলার ১২ নং ওয়ার্ডের সংলগ্ন রাধা নগর চারটি ন্যায্য মূল্যের দোকানে গ্রাহকদের পিভিসি কার্ড বিতরণ করে এই কথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সান্তনা সাহা,নর্থ জোনালের চেয়ারম্যান প্রদীপচন্দ্র সহ অন্যান্যরা। 
খাদ্য দপ্তর রেশন গ্রাহকদের পিভিসি রেশন কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ।সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খাদ্য দপ্তরের এই কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমানে আগরতলা পৌর নিগম এলাকার রেশন দোকানগুলিতে চলছে গ্রাহকদের মধ্যে পিভিসি রেশন কার্ড বিতরণ। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলার সংলগ্ন রাধানগরে চারটি নায্য মূল্যের দোকানে গ্রাহকদের মধ্যে পিভিসি রেশন কার্ড বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সান্তনা সাহা, নর্থ জোনাল এর চেয়ারম্যান প্রদীপ চন্দ্র, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা । এদিন গ্রাহকদের হাতে পিভিসি রেশন কার্ডে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন ,আগে রেশন কার্ড ম্যানুয়াল ছিল। তা ছিড়ে যাওয়ার সুযোগ থাকতো ।এখন পিভিসি রেশন কার্ড বিতরণ করা হচ্ছে। এই স্মার্ট কার্ড ছিড়ে যাওয়ার ভয় নেই ।তিনি আরো বলেন, রাজ্য সরকার স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজের পাশাপাশি জনগণের সার্বিক পরিষেবা প্রদান করছে। শারদ উৎসব এর আগে রেশন ডিলার কর্তৃক নতুন কাপড় পেয়ে খুশি সংশ্লিষ্ট গ্রাহকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ