আগরতলা, ১৭ সেপ্টেম্বর : দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির "সেবা পাক্ষিক" কার্যক্রম শুরু হয়েছে বুধবার থেকে। এই কর্মসূচীর অংশ হিসেবে আজ বিশালগড় মোটরস্ট্যান্ড সংলগ্ন হনুমান মন্দিরে "স্বচ্ছ ভারত" কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি দেবাদীদেব শিব এবং পবণ পুত্র হনুমানর নিকট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন তিনি।
0 মন্তব্যসমূহ