Advertisement

Responsive Advertisement

রোটারি ক্লাব অব আগরতলার সহযোগিতায় হাওড়া তীরে বৃক্ষরোপণ করল স্মার্ট সিটি কর্তৃপক্ষ




আগরতলা, ১৬ সেপ্টেম্বর : হাওড়া নদীর তীরে বৃক্ষরোপণ উৎসব করল আগরতলা স্মার্ট সিটি লিমিটেড । সহযোগিতায় রোটারি ক্লাব অব আগরতলা। এই অনুষ্ঠানে আগতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব জানান, আগামী দিনে আগরতলা শহরে এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি আরো সংঘটিত করা হবে।
হাওড়া নদীর তীরে অবস্থিত ত্রিপুরার রাজধানী আগরতলা ।এই হাওড়া নদীর সৌন্দর্যায়নে কাজ শুরু করেছে আগরতলা স্মার্ট সিটি limited কর্তৃপক্ষ। রাজধানীর গাঙ্গাইল রোড সংলগ্ন স্টিল ব্রিজ থেকে দশমী ঘাট পর্যন্ত হাওড়া নদীর পাড় সৌন্দর্যায়নে ব্যয় হচ্ছে ১০১ কোটি টাকা ।গোটা প্রকল্পের কাজ প্রায় শেষের পথে ।এই প্রকল্প রূপায়ণের জন্য হাওড়া নদীর তীরে প্রচুর সংখ্যক গাছ কাটা হয়েছিল ।এবার নদীর তীরে বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করল আগরতলা স্মার্ট সিটি লিমিটেড কর্তৃপক্ষ। মঙ্গলবার হাওড়া নদীর সংশ্লিষ্ট তীরবর্তী এলাকায় বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই ধরনের কর্মসূচি কে সাফল্যমন্ডিত করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রোটারী ক্লাব অব আগরতলার সদস্যরা। এদিন নদীর তীরে নির্মাণ করা প্লেন্ট বক্সে বৃক্ষ রোপন করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব ,অন্যান্য আধিকারিকগণ এবং রোটারি ক্লাব অফ আগরতলার সদস্যরা ।এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডঃ শৈলেশ কুমার যাদব জানান, হাওড়া রিভার ডেভেলপমেন্ট প্রজেক্ট এর অঙ্গ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে ।এতে নদীর তীরের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।
আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও আরো জানান, এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি আরও সংঘটিত করা হবে ।শহরের যে সমস্ত সড়কে কোন গাছ নেই সে সমস্ত সড়ক গুলিতে ২৫ মিটার অন্তর অন্তর বৃক্ষরোপণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ