Advertisement

Responsive Advertisement

পিএম কিষান প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করলেন বিপ্লব কুমার দেব


আগরতলা, ২৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রী সাংসদ বিধায়ক থেকে শুরু করে বিজেপির নেতাকর্মীদের প্রতি আহবান রেখেছেন শুধুমাত্র শহর এলাকা নয় গ্রামে গিয়েও সাধারণ মানুষ এবং কৃষকদের অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব পশ্চিম জেলার অন্তর্গত পুরাতন আগরতলা কৃষি মহকুমা এবং জিরানিয়া কৃষি মহকুমা পরিদর্শন করেন। এদিন তিনি পুরাতন আগরতলা কৃষি মহকুমার অন্তর্গত বৃদ্ধনগর এলাকার পি এম কৃষাণ প্রকল্পের দুইজন সুবিধাভোগি কৃষকের বাড়ি যান। তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন তারা কি কি সরকারি সুবিধা পেয়েছেন। তাদের আর্থিক অবস্থার উন্নতির বিষয়েও জানতে চান তিনি। এই সময় সাংসদের সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার দাস, পুরাতন আগরতলা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজশ্রী চক্রবর্তী সহ অন্যান্যরা। যে দুইজন প্রগতিশীল কৃষকের বাড়ি যান এরা হলেন স্বপন সিনহা এবং জয়ন্ত সিনহা।
 পাশাপাশি সাংসদ বিপ্লব কুমার দেব এদিন জিরানিয়া কৃষি মহকুমার অন্তর্গত বিশ্রামবাড়ি ও পশ্চিম বড়জলার দুইজন জনজানি পিএম কুসুম প্রকল্পের সুবিধাভোগীর জমি পরিদর্শন করেন। পি.এম-কুসুম প্রকল্পে জল সেচের জন্য সৌরশক্তি চালিত দুই ঘোড়ার ক্ষমতা সম্পন্ন পাম্প স্থাপনের জন্য মোট ব্যয় হয় তিন লক্ষ টাকা, যেখানে কৃষকদের দিতে হয় মাত্র ১৫ হাজার টাকা। অবশিষ্ট টাকা সরকারী ভর্তুকিতে মিলেছে বলে জানান তিনি। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা হচ্ছে এবং উৎপাদন ও উপার্জন দুটোই অনেকটাই বেড়েছে বলে নিজেরাই তা জানালেন। জিরানিয়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক সৌমেন দাস সাংসদকে সবকিছু ঘুরিয়ে দেখান এবং বিস্তারিত জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ