আগরতলা, ১৩ সেপ্টেম্বর: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প নিয়ে শুক্রবার একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিম জেলার জেলা শাসকের ভিডিও কনফারেন্স হল-১ এ। সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তরের সচিব এবং ভারতের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব। জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা।
এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন পশ্চিম জেলার দপ্তরের বিভিন্ন আধিকারিকরাও। বৈঠকে প্রকল্পের অগ্রগতি, কাজের গুণমান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, মহাত্মা গান্ধী নরেগা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি অবকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
0 মন্তব্যসমূহ