Advertisement

Responsive Advertisement

দর্শক মাতানো নায়িকা নাগমা ও সৌরভ গাঙ্গুলির প্রেমের রসায়ন ছিল চৰ্চার বিষয়



হিন্দি সিনেমার নব্বইয়ের দশকে যেসব অভিনেত্রীদের নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন নাগমা। বলিউডে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এবং ভোজপুরি ছবিতেও তিনি নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন। সৌন্দর্য, নাচের দক্ষতা ও অভিনয়ের ঝলকে তিনি একসময় ছিলেন আলোচনার কেন্দ্রে।

শুরুর ক্যারিয়ার
নাগমার জন্ম ১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর মুম্বইতে। তাঁর আসল নাম নন্দিতা অরবিন্দ মোরারজি। মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন। ১৯৯০ সালে মুক্তি পাওয়া বাগি: এ রেবেল ফর লাভ ছবিতে সালমান খানের বিপরীতে নায়িকা হিসেবে তাঁর অভিষেক হয়। ছবিটি সুপারহিট হয় এবং নাগমা রাতারাতি জনপ্রিয়তা পান।
এরপর হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং ভোজপুরি সিনেমায়ও সমানভাবে কাজ করেন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর জনপ্রিয়তা হিন্দির চেয়েও বেশি ছিল। তিনি রজনীকান্ত, চিরঞ্জীবী, নাগার্জুন, অমিতাভ বচ্চন, গোবিন্দ, অক্ষয় কুমার—সহ বহু তারকার সঙ্গে জুটি বেঁধেছেন।

ক্যারিয়ারের উত্থান-পতন
নব্বইয়ের মাঝামাঝি নাগমা ভোজপুরি ছবির দিকেও ঝুঁকেন। ভোজপুরি সিনেমায় তিনি একসময় “সুপারস্টার নায়িকা” হিসেবে পরিচিত হন। তবে হিন্দি ইন্ডাস্ট্রিতে তাঁর উপস্থিতি ধীরে ধীরে কমতে থাকে।
ক্যারিয়ারে প্রায় ১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন নাগমা। কিন্তু ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের ওঠানামার কারণে খুব বেশি স্থায়ী জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি।

বিবাহ ও ব্যক্তিগত জীবন
নাগমা বহুবার শিরোনামে এসেছেন তাঁর ব্যক্তিগত সম্পর্কের কারণে। বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বেশ কিছু অভিনেতা এবং ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। তবে তিনি কোনোদিনই প্রকাশ্যে বিয়ে করেননি। আজও তিনি অবিবাহিত। 

রাজনীতি ও আধ্যাত্মিক জীবন
অভিনয় জগতের বাইরে বেরিয়ে নাগমা রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং কয়েকটি রাজ্যে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছেন।
এছাড়া তিনি আধ্যাত্মিকতার প্রতিও আকৃষ্ট হয়েছেন। নাগমা খ্রিস্টধর্মে গভীর বিশ্বাসী এবং প্রার্থনা, সামাজিক সেবা ও ধর্মীয় কর্মকাণ্ডে সময় কাটান।

বর্তমান জীবন
বর্তমানে নাগমা চলচ্চিত্র জগতে তেমন সক্রিয় নন। মাঝেমধ্যে টেলিভিশন বা রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে দেখা যায়। সামাজিক মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং নিজের অভিজ্ঞতা, আধ্যাত্মিক চিন্তাভাবনা ভাগ করে নেন।
নব্বইয়ের দশকের গ্ল্যামার গার্ল নাগমা আজ এক ভিন্ন জীবন বেছে নিয়েছেন। সিনেমার জৌলুস ছেড়ে তিনি এখন সমাজসেবা, রাজনীতি ও আধ্যাত্মিকতায় মনোযোগী। রুপালি পর্দায় তিনি যতটা উজ্জ্বল ছিলেন, আজও তাঁর ব্যক্তিত্ব এবং জীবনপথ ভক্তদের কাছে সমানভাবে আগ্রহের বিষয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ