আগরতলা, ৫ সেপ্টেম্বর: পশ্চিম জেলার অন্তর্গত ডুকলি কৃষি মহকুমার উদ্যেগে এবং ডুকলি পঞ্চায়েত সমিতির সহায়তায় ইশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হল মেগা ইনপুট বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠাণের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য অনিতা দাস, ডুকলি কৃষি মহকুমার এস এ ড. দেবব্রত পাল, সেক্টর অফিসার মন্দাক্রান্তা চক্রবর্তী, পঞ্চায়েত প্রধান মাধবী দাসসহ অন্যান্যরা।
এদিন অনুষ্ঠানে স্থানীয় এলাকার কৃষকদের মধ্যে নানা ধরণের কৃষি যন্ত্রপতি বিতরণ করা হয়। এ আর ডি ডি প্রকল্পে ২৫জনকে ছাগল প্রতিপালনের জন্য ৩০হাজার টাকা করে দেওয়া হয়। এম আই ডি প্রকল্পে মাশরুম চাষের জন্য কৃষকদের ১লক্ষ টাকা দেওয়া হয়।
সেই সঙ্গে কৃষকদের মধ্যে স্প্রে মেশিন, ডালের পাইপ, মালচিং শিট, কোদাল সব্জি বীজ, লেবুর চারা ইত্যাদি বিতরণ করা হয়। সরকারি সহায়তা পেয়ে কৃষকরা খুশী ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ