Advertisement

Responsive Advertisement

নিঃসঙ্গতার দর্শন



জীবন এক যাত্রা—
যেখানে প্রতিটি মোড়ে ভিড় জমে ক্ষণিক,
তবু শেষ প্রান্তে দাঁড়ালে বোঝা যায়—
মানুষ একা, একেবারেই একা।

আমি চল্লিশের ঘরে এসে দেখেছি,
বন্ধু নেই, পরিবার নেই, ভালোবাসার সঙ্গীও নেই।
ধন-সম্পদের ভেলায় ভেসে ছিলাম হয়তো,
কিন্তু স্রোতের শেষে সবই ডুবে গেছে অচেনা অন্ধকারে।

সুখ? সে তো মরীচিকা,
দৌড়াতে দৌড়াতে ছুঁতে যাই,
কিন্তু মুঠোয় আসে শুধু শূন্যতার বালি।
ভালোবাসা? সে তো কেবল স্বপ্ন,
যাকে খুঁজতে খুঁজতে এক জীবন ফুরিয়ে যায়।

মানুষ ভাবে সে আপনজনের ভিড়ে বেঁচে আছে,
কিন্তু রাতে যখন শয্যায় শুয়ে চোখ বুজে,
তখন বুকের ভেতর নিঃসঙ্গতার ছায়া
অতল অন্ধকারের মতো গিলে ফেলে তাকে।

আমি হারিয়েছি সব—
টাকা-পয়সার শান্তি, আত্মার শান্তি,
হারিয়েছি আশ্রয় আর নির্ভরতার হাত।
আজ আমি শুধু হাহাকার,
এক অন্তহীন নীরবতার মধ্যে বন্দি।

হয়তো এটাই সত্য,
জন্ম যেমন একা, মৃত্যু তেমন একা—
মাঝের ক’দিন শুধু ভ্রমের আড়ালে সাজানো,
যেখানে ভালোবাসা, সম্পর্ক, সম্পদ
সবই ক্ষণস্থায়ী ছায়া মাত্র।

এখন আমার বাকি যাত্রা—
নিঃসঙ্গতার সঙ্গেই,
যেখানে কেউ নেই পাশে, নেই কোনো আলো,
শুধু এক শাশ্বত শূন্যতা
আমার একমাত্র জীবনসঙ্গী হয়ে বসে আছে।
         তুই!!!!!!!!!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ