Advertisement

Responsive Advertisement

কমলপুর ও মরাছড়া অধীনে আগস্ট মাসে আর.বি.এস.কে. স্ক্রীনিং কর্মসূচীর সাফল্য

   


কমলপুর, ধলাই, ১ সেপ্টেম্বর: ধলাই জেলার কমলপুর ও মরাছড়া এলাকায় আগস্ট মাসে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম (আর.বি.এস.কে.) এর আওতায় পরিচালিত স্ক্রীনিং কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচীর লক্ষ্য ছিল গ্রামীণ এলাকার শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। 
আগস্ট মাসে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম অন্তর্গত টিম দুর্গা চোওমনি ব্লকের মোট ২০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র (AWC) এবং ১৮টি বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেছে।
স্ক্রীনিং ও পরিসংখ্যান:
২০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোট ৫৫০ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।১৮টি বিদ্যালয়ে ১৩২১ জন শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এই কার্যক্রমের মাধ্যমে মোট ১৪৭ জন শিশুর মধ্যে “4D’s” সনাক্ত করা হয়েছে, যার অন্তর্ভুক্ত —জন্মগত ত্রুটি (Defects at birth), অপুষ্টি বা ঘাটতি (Deficiencies), বিভিন্ন রোগ (Diseases), এবং বিকাশজনিত বিলম্ব (Developmental delays)।সনাক্তকৃত শিশুদের যথাযথ চিকিৎসা ও ফলোআপের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্ক্রীনিংয়ের পাশাপাশি, আর.বি.এস.কে. দল বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা ও আলোচনাচক্র আয়োজন করে। এই অনুষ্ঠানে শিশুদের অভিভাবক ও শিক্ষকদের মাঝে পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, শিশুদের সাধারণ রোগ এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
এই উদ্যোগের সফল বাস্তবায়নের পেছনে রয়েছে স্বাস্থ্য দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্থানীয় প্রশাসনের একত্রিত প্রচেষ্টা। শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করতে RBSK দলের এই উদ্যোগ গ্রামীণ জনজীবনে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ