আগরতলা, ১৬ আগস্ট: অটল বিহারী বাজপেয়ীর আদর্শকে সামনে রেখে প্রত্যেকের মানুষের জন্য কাজ করা উচিত। বর্তমানে দেশের উন্নয়ন শীর্ষ পর্যায়ে পৌঁছেছে এবং সেটা সম্ভব হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো কিংবদন্তি নেতৃত্বের কারণে।
দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়ান দিবস উপলক্ষে আজ আগরতলার প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমাদের মার্গদর্শন দেখিয়েছেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরমধ্যে প্রথমবার খুব স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্ব পালন কালে তিনি গোটা দেশবাসীর হৃদয়ে দাগ রেখে গিয়েছেন, যেটা আজ স্মরণ করার দিন। উনার জন্মদিনও আমরা পালন করে থাকি। সারা ভারতবর্ষে তাঁকে নিয়ে ইতিবাচক চিন্তাভাবনা জড়িয়ে রয়েছে। এমন একজন ব্যক্তিত্ব সাধারণত দেশের রাজনীতির ক্ষেত্রে বিরল। আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস।
মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যে মার্গদর্শন আমাদের দেখিয়ে গেছেন, একটা পার্টি কিভাবে চালাতে হয়, একটা পার্টির কি কি বৈশিষ্ট্যতা থাকা দরকার, সেটা প্রতিনিয়ত এধরণের ব্যক্তিত্বের প্রতি সম্মান জানিয়ে আমাদের চিন্তা করা উচিত যে পার্টিকে কিভাবে চালাতে হবে, সংগঠনকে কিভাবে চালাতে হবে এবং সংগঠনে থাকতে গেলে আমাদের কি কি করতে হবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই দিশায় কাজ করছেন। আমাদের সংগঠনের যারা প্রধান ছিলেন তাদের থেকে অনেক শিক্ষনীয় রয়েছে। দেশ এখন উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে। আর সেটা সম্ভব হয়েছে এধরণের লিজেন্ড ব্যক্তিত্বদের কারণে।
মুখ্যমন্ত্রী বলেন, ভারত মাতার সুসন্তান, প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তাঁর চিন্তাধারা সর্বদাই কার্যকর্তাদের পথ প্রদর্শক হিসেবে অনুপ্রাণিত করে। ডাঃ সাহা বলেন, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষকে সামনে রেখে, দেশকে সামনে রেখেই সমস্ত চিন্তাভাবনা করতে হবে। এধরণের লিজেন্ড ব্যক্তিত্বরা আমাদের সেই দিশা দেখিয়ে গেছেন। কারণ বাঁকা পথে চললে মানুষ সেটা গ্রহণ করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করা খুবই প্রয়োজন। তাই তাঁকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এই কার্যক্রমে এদিন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ