Advertisement

Responsive Advertisement

উত্তর-পূর্ব ভারতে টেকসই উদ্ভাবনের দিশা দেখাচ্ছে তরুণ উদ্যোক্তারা




আগরতলা, ২৯ আগস্ট: উত্তর-পূর্ব ভারতের তরুণ উদ্ভাবকরা টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছেন। আইআইএম কলকাতা ইনোভেশন পার্কের উদ্যোগে শুরু হয়েছে ‘প্রকৃতি ইনকিউবেশন লঞ্চপ্যাড’, যেখানে স্থানীয় সম্পদ ও উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগিয়ে একাধিক প্রতিষ্ঠান পরিবেশবান্ধব সমাধান সামনে এনেছে।
এই প্ল্যাটফর্মের দ্বিতীয় দফায় নির্বাচিত হয়েছে কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান— আহেনবা প্রোডাক্টস: মণিপুরের ঐতিহ্যবাহী কৌনা ক্রাফটকে আধুনিক ডিজাইন ও বাজারের সুযোগ দিয়ে পুনর্জীবিত করছে। আল্টেরে ইনোভেশন্স: হোটেল-রেস্টুরেন্ট থেকে সংগৃহীত খাদ্য বর্জ্যকে প্রক্রিয়াজাত করে পশুখাদ্যে রূপান্তর করছে। বাম ফাইবার: কলাগাছের আঁশ ও বাঁশ থেকে পরিবেশবান্ধব প্যাকেজিং ও টিস্যু তৈরি করছে, যা প্লাস্টিক দূষণ কমাতে কার্যকর।
ডিডিএইচ ইনোভেশন্স: রাবার কাঠের বর্জ্য ব্যবহার করে তৈরি করছে বায়োচার, যা কৃষিজমির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি কার্বন নিঃসরণও হ্রাস করছে।
আইআইএম কলকাতা ইনোভেশন পার্কের কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ধরনের উদ্যোগ উত্তর-পূর্ব ভারতের তরুণ উদ্যোক্তাদের আত্মনির্ভর করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের মতে, স্থানীয় কাঁচামাল ও উদ্ভাবনী ভাবনার সমন্বয়ে তৈরি এই উদ্যোগগুলি ভবিষ্যতে শুধু কর্মসংস্থানই নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ