Advertisement

Responsive Advertisement

সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সংখ্যালঘু তরুণ স্টার্ট-আপ উদ্যোক্তাদের স্বীকৃতি ও সম্মাননা



সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সংখ্যালঘু তরুণ স্টার্ট-আপ উদ্যোক্তাদের স্বীকৃতি ও সম্মাননা 

আগরতলা, ২৫ আগস্ট :
ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সংখ্যালঘু তরুণ স্টার্ট-আপ উদ্যোক্তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের অনন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে "ডা কালাম স্টার্টআপ ইয়ুথ অ্যাওয়ার্ড ২.০। এরই অংশ হিসেবে সোমবার প্রদেশ সংখ্যালঘু মোর্চার আয়োজনে প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত “ডা কালাম স্টার্টআপ ইয়ুথ অ্যাওয়ার্ড ২.০ – স্টেট অ্যাওয়ার্ডস সিরিমনি। এতে উপস্থিত ছিলেন উপদেশ বিজেপি সভাপতি এবং সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপি প্রদেশ সম্পাদক জসিম উদ্দিন, বিল্লাল মিয়া, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ দিনের কর্মসূচিতে সংখ্যালঘু অংশের উদ্যোক্তাদেরকে সংবর্ধিত করা হয়। তারা যাতে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং অন্যান্য বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান করতে পারেন এই আহ্বান রাখা হয়। পাশাপাশি সরকারের তরফের সব ধরনের সহযোগিতা তাদের জন্য দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ