Advertisement

Responsive Advertisement

সবুজ পৃথিবীর লক্ষ্যে ঐক্যবদ্ধ বৃক্ষরোপণের ডাক দিলেন কৃষিমন্ত্রী






আগরতলা, ৬ আগস্ট: পরিবেশ রক্ষায় ও বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সকলকে একত্রিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের আহ্বান জানালেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।
তিনি আজ মোহনপুর পুর পরিষদ ও চিন্ময় হরিহর স্কুলের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "এক পেড় মা কে নাম" অভিযানের অংশ হিসেবে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মন্ত্রী বলেন গ্লোবাল ওয়ার্মিং একটি জ্বরের মতো যা থেকে পৃথিবী কষ্ট পাচ্ছে। এই জ্বরের ওষুধ হলো বৃক্ষরোপণ। তাই প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। আমাদের সবাইকে একসাথে এসে এই কর্মসূচিকে সফল করতে হবে।
তিনি আরও বলেন যখন আমরা চারদিকে তাকাই, দেখি জনসংখ্যা বেড়েছে, কিন্তু গাছের সংখ্যা কমে গেছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। যেমন, আজ দিল্লির পরিবেশ অত্যন্ত দূষিত। তাই, সব নাগরিকের দায়িত্ব পরিবেশকে সবুজ করে তোলা ও সুস্থ জীবন নিশ্চিত করা।
মন্ত্রী বলেন চিন্ময় হরিহর স্কুল ইতোমধ্যে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছে এবং বহু প্রতিকূলতার পর মোহনপুরে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও, অদূর ভবিষ্যতে এখানে একটি আবাসিক বিদ্যালয়ও স্থাপিত হবে, যা দরিদ্র শিশুদের জন্য সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের উপ-চেয়ারম্যান শঙ্কর দেব, বিশিষ্ট সমাজকর্মী কার্তিক আচার্য, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
এইদিন মন্ত্রী অনুষ্ঠানে আগত প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দেয় এবং বাচ্চাদের মধ্যে চকলেট বিতরণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ